চুলের যত্নে মেথি ও কালোজিরা ব্যবহার করার নিয়ম

চুলের যত্নে মেথি ও কালোজিরা ব্যবহার করার নিয়ম মেথি ও কালোজিরা দিয়ে চুলের যত্ন। কালোজিরা তেল একটি প্রাকৃতিক ওষুধি তেল যা চুলের যত্ন ত্বকের যত্ন সর্দি-কাশি নিরায়ম ওজন কমানো ডায়াবেটিস নিয়ন্তন সজমের উচ্চ রক্তচাপ নিয়ন্তন এবং ইমিউনিটি বাড়াতে সাহায্য করে কালোজিরা। এটি চুলের গোঁড়া মজবুদ করে, ব্রণ দূর করে, মেটাবলিজম বাড়ায়। রক্তের শর্করা নিয়ন্তন করে। হজমশক্তি বৃদ্ধি করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। তবে চুলের যত্নে মেথি ও কালোজিরা ব্যবহার করার নিয়ম গুলো সর্ম্পকে জানা থাকা দরকার। 
চুলের-যত্নে-মেথি-ও-কালোজিরা-ব্যবহার-করার-নিয়ম
চুলের যত্নে মেথি ও কালোজিরা ব্যবহার করার নিয়ম আজকে এই পোস্টে আমরা আলোচনা করব। চুল লম্বা করতে মেথির ব্যবহার এবং কালোজিরা তেল বানানোর পদ্ধতি ব্যবহার করার নিয়ম সর্ম্পকে বলবো। আপনি যদি কালোজিরা তেলের উপকারিতা পেতে চান তাহলে এই পোস্টটি প্রথম থেকে শেষ পর্জন্ত মনোযোগ সহকারে পড়তে হবে তাহলে আপনি মেথি ও কালোজিরা তেল ব্যবহার করার সঠিক নিয়ম জানতে পারবেন। 

পেজ সূচিপত্রঃ চুলের যত্নে মেথি ও কালোজিরা ব্যবহার করার নিয়ম

চুলের যত্নে মেথি ও কালোজিরা ব্যবহার করার নিয়ম

চুলের যত্নে মেথি ও কালোজিরা ব্যবহার করার নিয়ম, মেথি স্বাস্থ্যের জন্য যতটা উপকারি হয়, ঠিক তেমনই চুলের যত্নে মেথি বেশ কার্জকর হয়ে থাকে। তবে শুধু মেথি না কালোজিরা যেমন স্বাস্থ্যের জন্য খুব উপকার ঠিক তেমনি চুলের যত্নেও খুবই কার্জকরী। যারা চুলের যত্নে মেথি ও কালোজিরা ব্যবহার করার হেয়ার প্যাকটিস সর্ম্পকে জানতে চাচ্ছেন তারা কিন্তু এই পোস্টটি শুরু থেকে শেষ পর্জন্ত পরে নিবেন। তাহলে আশা করছি আপনারাও ঘরে বসেই কালোজিরা ও মেথির হেয়ার প্যাকটি তৈরি করতে পারবেন।

মেথিতে প্রচুর পরিমাণ আয়রন ও পুষ্টি উপদান পাওয়া যায় যেটির চুলকে সতেজ এবং মজবুত করতে বেশ কার্জকর হয়ে থাকে। তো চলুন এর বেশি কথা না বাড়িয়ে মেথি ও কালোজিরা হেয়ার প্যাকটিস সর্ম্পকেজেনে নেওয়া যাক। মেথি ও কালোজিরার হেয়ার প্যাক টি তৈরি করার জন্য আমরা শুরুতেই কিছুটা কালোজিরা ও মেথি সমান সমান নিয়ে নিবেন। এবং মেথিও কালোজিরা টুকু সারা রাত পানিতে ভিজিয়ে রাখবেন।

যদিও রাতে এটি ভিজাতে মনে না থাকে তাহলে আপনারা চাইলেই সকালে ঘুম থেকে উঠেই এটি ভিজিয়ে রাখতে পারেন। চার থেকে পাঁচ ঘণ্টার জন্য। পরবর্তী সময়ে যদি আমরা সেটি রাতে ভিজিয়ে রাখি। তাহলে সকালবেলা উঠে মেথির পানিটুকু আলাদা করে নিতে সহ কালোজিরার গুলো আলাদা করব। আর মেথি ও কালোজিরার পানি টুকু রেখে দিব পরবর্তীতে সেটি ব্যবহার করার জন্য। 

চুলের যত্নে মেথি ও কালোজিরার উপকারিতা

মেথিতে প্রচুর পরিমাণ ভিটামিন ও প্রোটিন পাওয়া যেয়ে থাকে যেটি চুলকে মজবুদ এবং চুলের গোঁড়া শক্ত করতে বেশ কার্জকর হয়ে থাকে তবে শুধু মেথি না মেথির পাশাপাশি কালোজিরাতেও বেশ কিছু পরিমাণ পুষ্টি উপাদান পাওয়া যায়। যেটি চুলের সমস্যা দূর করতে দ্রুত কাজ করে থাকে অন্যান্য ফর্মুলা থেকে। 

বিশেষজ্ঞরা মনে করেন চুলের যত্নে মেথি ও কালোজিরা ব্যবহার করার অনেক রকম উপকারিতা পাওয়া যায় তাঁর মধ্যে আমি ১৫ টি উপকারিতা সম্পর্কে তুলে ধরার চেষ্টা করেছি এই পোস্টটির মাধ্যমে আশা করছি ১৫ টি উপকারিতা সম্পর্কে জেনে আপনারাও চুলের যত্নের জন্য মেথি ও কালোজিরাই বেছে নিবেন। 

  • চুলের যত্নে মেথি ও কালোজিরা এই হেয়ার একটি ব্যবহার করলে দ্রুত আন্য হেয়ার প্যাক এর থেকে কাজ করে থাকে। 
  • আপনারা চাইলে চুলের যত্নের জন্য মেথি ও কালোজিরার তেলও ব্যবহার করে দেখতে পারেন কারন এটিও বেশ কার্জকর হয়ে থাকবে। 
  • যারা চুল পড়ার সমস্যা নিয়ে প্রায় চিন্তিত হয়ে থাকেন তারা অবশ্যই এই হেয়ার প্যাকটি ব্যবহার করার চেষ্টা করবেন কারন এটি কাজ করে থাকে দ্রুত। 
  • মেথি ও কালোজিরা ব্যবহার করলেই এটি খুব দ্রুতই যে কোন সমস্যা থেকে মুক্তি মিলে। 
  • চুলের জন্য যারা বিভিন্ন পুষ্টি উপাদান নিয়ে চিন্তিত থাকেন তারা কিন্তু সপ্তাহে এই হেয়ার প্যাকটির অন্তত একবার করে ব্যবহার করার চেষ্টা করবেন কারন এটিতে আপনার চুল পড়া রোধ করতে বেশ কার্জকর হয়ে থাকে। 
  • যারা পাতলা চুল নিয়ে চিন্তিত থাকেন চুলকে ঘন করতে চান তারা কিন্তু এই হেয়ার প্যাকটি অবশ্যই ব্যবহার করে দেখবেন কারন এই হেয়ার প্যাকটি চুল গজানোর পাশাপাশি চুলকে ঘন করে থাকে। 
  • যারা প্রাকৃতিক উপায়ে চুল লম্বা করতে চান তারা কিন্তু এই হেয়ার প্যাকটিস ব্যবহার করে দেখবেন। কারন এটি চুল পড়া রোধ করে চুলকে লম্বা করতে দ্রুত সাহায্য করে থাকে। 
  • মেথি ও কালোজিরা দিয়ে হেয়ার প্যাকটি চুলের লালচে ভাব দূর করে চুলকে কালো এবং খুব সুন্দর করে তোলে। 
  • চুলের খসখসে ভাব নিয়ে যারা চিন্তিত হয়ে থাকে তাদের কিন্তু এ খসখসে ভাব দূর করে চুলকে সিল্কি করতে সাহায্য করে মেথি ও কালোজিরা। 
  • চুল পড়া সমস্যা দূর করে থাকে মেথি ও কালোজিরা একসাথে ব্যবহার করলে এবং এটি থেকে দ্রুত সমাধান পাওয়া যায়.
  • যাদের মাথার মধ্যে খকশি পড়া নিয়ে চিন্তিত থাকেন তারা কিন্তু প্রাকৃতিক এবং ঘরোয়া উপায়ে দ্রুতই খুকশি দূর করতে পারেন একেবারে মাথা থেকে এর জন্যে লাগাতে পারেন্মেথি ও কালোজিরা। 
  • আমরা ছেলে ও মেয়েরা চুল পড়ার যে সমস্যা নিয়ে চিন্তিত হয়ে থাকে সেই সমস্যা থেকে মুক্তি পেতে কিন্তু মেথি ও কালোজিরা বেশ কার্জকর হয়ে থাকে। এক কথায় বলতে গেলে চুল পড়া রোধ করে মেথি ও কালোজিরা। 
  • আমরা কমবেশি সবাই জানি বিভিন্ন ভিটামিনের অভাবের কারনে চুল পড়ার সমস্যা দেখা দিয়ে থাকে তাই যারা এই ভিটামিন অভাবের কারনে চুল পরে থাকে তারা কিন্তু মেথি ও কালোজিরা এই হেয়ার প্যাকটি ব্যবহার করে দেখতে পারেন। 
  • চুল পড়া দূর করে থাকে মেথি ও কালোজিরা অনেকেরই বিভিন্ন ভিটামিনের অভাবের কারনে অল্পতেই চুল পেকে যায়। আরে চুল পাকা সমস্যা থেকেই মুক্তি মেলাতে বেশ সাহায্য হয়ে থাকে মেথি ও কালোজিরা থেকে।
  • যারা প্রাকৃতিক উপায়ে কন্ডিশনার বাড়িতেই তৈরি করতে চাচ্ছেন তারা কিন্তু মেথির কন্ডিশনার তৈরি করতে পারেন 

মেথি ও কালোজিরা দিয়ে চুলের যত্ন 

মেথি ও কালোজিরা দিয়ে চুলের যত্নে প্রাকৃতিক অপাদানগুলোর মধ্যে মেথি এবং কালোজিরা বিশেষ স্থান দখল করে আছে। এ দুটি উপাদান চুলের বিভিন্ন সমস্যার সমাধানে অত্যন্ত কার্জকরী। চুল পড়া খুকশি চুলের রুক্ষতা ও গোঁড়া দুর্বল হয়ে যাওয়া থেকে শুরু করে নতুন চুল গজানো পর্জন্ত, মেথি ও কালোজিরা বিভিন্নভাবে চুলের যত্নে সহায়ক। এ পোস্টে আমরা মেথি ও কালোজিরা দিয়ে চুলের যত্ন নেওয়ার পদ্ধতি নিয়ে আলোচনা করবো। 
মেথি-ও-কালোজিরা-দিয়ে-চুলের-যত্ন-করার-উপায়-জেনে-নেই
চুলের রুক্ষতা ও শুষ্কতা দূর করতেঃ মেথি ও কালোজিরা চুলের আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে, ফলে চুলের রুক্ষতা ও শুষ্কতা কমে যায়। এতে থাকা প্রাকৃতিক তেল চুলের শুষ্কতা দূর করে এবং চুলের নরম ও মসৃণ করে তোলে। এক চামচ মেথি বীজ এবং কালোজিরা এক কাপ নারকেল তেলের সঙ্গে মিশিয়ে গরম করুন। ঠান্ডা হলে ছেকে নিয়ে তেলটি চুলের গোঁড়ায় ভালোভাবে ম্যাসাজ করুন। ১ ঘণ্টা পর শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলবেন। সপ্তাহে একবার এটি ব্যবহার করলে চুল থাকবে মসৃন ও উজ্জ্বল। 

চুলের দ্রুত বৃদ্ধিতে সহায়কঃ মেথি ও কালোজিরা চুলের বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এতে থাকা ভিটামিন, মিনারেল এবং প্রোটিন চুলের গোঁড়া মসবুদ করে এবং নতুন চুল সজাতে সাহায্য করে। ২চামচ মেথি ও ১ চামচ কালোজিরা গুড়ো এক কাপ পানি দিয়ে ফুটিয়ে নিন। ঠাণ্ডা হলে ছেকে নিয়ে এই পানি চুল ধুয়ে ফেলুন। এটি চুলের বৃদ্ধিতে সহায়ক এবং চুলকে মজবুদ করে তোলে। 

চুলের উজ্জ্বলতা বারাতেঃ চুলের প্রাকৃতিক উজ্জ্বলতা বাড়াতে মেথি ও কালোজিরা বিশেষভাবে কার্জকরী। এটি চুলের আর্দ্রতা ধরে রেখে চুলকে উজ্জ্বল ও প্রানবন্ত করে তোলে। মেথি ও কালোজিরা গুড়োর সঙ্গে অলিভ অয়েল মিশিয়ে পেস্ট করুন। এই মিশ্রণটি মাথার ত্বক ও চুলে লাগিয়ে ৩০ মিনিট রাখুন। এরপর শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। সপ্তাহে একবার ব্যবহার করলে চুল থাকবে ঝলমলে ও প্রানবন্ত। 

কালোজিরা তেল বানানোর  পদ্ধতি 

কালোজিরা তেল যা বিভিন্ন স্বাস্থ্য সমস্যার সমাধান এবং সৌন্দর্জচর্চায় ব্যবহত হয়, প্রাচীনকাল থেকেই এর গুনাগুনের জন্য সুপরিচিত। বাজারে সহজলভ্য হলেও অনেকেই বাড়িতে প্রাকৃতিক ভাবে এই তেল তৈরি করতে পছন্দ করেন। বাড়িতে তৈরি তেল সম্পূর্ণ বিশুদ্ধ ও রাসায়নিক মুক্ত হয়, যা স্বাস্থ্য ও ত্বকের জন্য বিশেষ ভাবে উপকারী। এ লেখায় আমরা কালোজিরা তেল বানানোর সহজ এবং কার্জকরী পদ্ধতি নিয়ে আলোচনা করবো। কালোজিরা তেল তৈরি করতে যে উপকরণ গুলো প্রায়োজন হবে তা খুবই সহজ এবং সুজভ। প্রায়োজনীয় উপকারনগুলো হলোঃ

  • নারিকেল তেল/জতুন তেল/ সরিষার তেলঃ ৫০০ মি.লি.
  • কালোজিরা বিজঃ ২০০ গ্রাম 
  • একটি পরিস্কার কাঁচের বোতল বা কাচেল জার 
  • কালোজিরা তেল তৈরির পদ্ধতি
কালোজিরা প্রস্তত করাঃ প্রথমে ২০০ গ্রাম কালোজিরা বীজ ভালোভাবে ধুয়ে পরিস্কার করে নিন। এরপর এটি রোদে শুকিয়ে নিন যেন তাতে কোনো ধরনের আর্দ্রতা না থাকে। শুকনো কালোজিরা তেল তৈরির জন্য উপযুক্ত ।

তেল নির্বাচনঃ কালোজিরা তেলের ভিত্তি হিসেবে যে তেল ব্যবহার করবেন তা নির্ভর করে আপনার ব্যক্তিগত পছন্দের ওপর। নারিকেল তেল জতুন তেল বা সরিষার তেল ব্যবহার করা যায়। তবে নারিকেল তেল বেশি জনপ্রিয় কারন এটি সহজলভ্য এবং চুল ও ত্বকের যত্নে বেশ উপকারী।

তেল গরম করাঃ একটি পাত্রে ৫০০ মি.লি. তেল নিয়ে তা অল্প আঁচে গরম করুন। তেল যেন খুব বেশি গরম না হয় তাই এটি কম তাপে রাখুন। তেল হালকা গরম হলে পাত্রটি চুলা থেকে নামিয়ে ফেলুন।

কালোজিরা মেশানোঃ গরম তেলে ধীরে ধীরে শুকনো কালোজিরা বীজ মেশান। ভালোভাবে মেশানোর পর তেলের পাত্রটি ঢেকে রাখুন এবং ঠান্ডা হতে দিন। এভাবে রাখার ফলে কালোজিরা সমস্ত উপকারিতা তেলের মধ্যে মিশে যাবে।

তেল মিশ্রণ সংরক্ষণ করাঃ ঠান্ডা হয়ে গেলে মিশ্রণটি একটি পরিষ্কার কাঁচের বোতলে বা কাঁচের জারে সংরক্ষণ করুন। বোতলটি ভালোভাবে ঢেকে ২-৩ সপ্তাহ রোদে রাখুন। রোদে রাখার ফলে তেল আরও কার্জকরী হয়ে উঠবে এবং কালোজিরা সমস্ত গুণ তেলের মধ্যে মিশে যাবে। 

কালোজিরা তেলের ব্যবহার ও উপকারিতা 

কালোজিরা তেল একটি মূল্যবান প্রাকৃতিক উপদান যা বিভিন্ন স্বাস্থ্যগত সমস্যার সমাধানে ব্যবহত হয়। বাজেরে বিভিন্ন মান এবং ব্র্যান্ডের কারনে তেলের দাম ভিন্ন হতে পারে। আপনার প্রয়োজন অনুযায়ী সঠিক তেল বেছে নিতে হবে যার গুনগত মান ও বিশুদ্ধতা বজায় রাখা হয়েছে। প্রাকৃতিক উপাদান এবং স্বাস্থ্য উপকারিতা বিবেচনা করে কালোজিরা তেল কেনা সবসময়ই একটি ভালো বিনিয়োগ। 

কালোজিরা তেলের উপকারিতা হলোঃ

  • চুল পড়া সমস্যায় কালোজিরা উপকারিতা অত্যাধিক।
  • কালোজিরা ডায়াবেটিস নিয়ন্তন সহায়তা করে। 
মেথি ব্যবহারের আরেকটি বড় সুবিধা হলো এটি প্রাকৃতিক এবং কোনো পার্শপ্রতিক্রিয়া ছাড়াই চুলের যত্ন নিতে সাহায্য করে। মেথি বীজ চুলের বৃদ্ধির চক্রকে ত্বরান্বিত করে ফলে চুল দ্রুত লম্বা হয়। যারা নিয়মিত চুল পড়ার সমস্যায় ভুগছেন তাদের জন্য মেথির পেস্ট বা তেল বিশেষভাবে কার্জকরী হতে পারে। সপ্তাহে অন্তত ২-৩ দিন মেথির পেস্ট বা তেল ব্যবহার করলে চুলের স্বাভাবিক বদ্ধি নিশ্চত করা সম্ভব। 

চুল লম্বা করতে মেথির ব্যবহার 

চুলের যত্নে মেথি একটি প্রচুর কার্জকরী উপাদান হিসেবে পরিচিত।মেথি বীজে প্রচুর মরিমানে প্রোটিন, আয়রন, ভিটামিন সি এবং পটাশিয়াম রয়েছে, যা চুলের দ্রুত বৃদ্ধি এবং স্বাস্থ্যকর রাখার জন্য গুরুত্বপুর্ন। চুল লম্বা করতে মেথির ব্যবহার বেশ সহজ এবং ঘরোয়া পদ্ধতিতেই করা সম্ভব।
চুল-লম্বা-করতে-মেথির-ব্যবহার
মেথির তেল ব্যবহারঃ মেথি দিয়ে তৈরি তেল চুলের জন্য বিশেষভাবে উপকারী। কিছু মেথি বীজ সরসের তেল বা নারিকেল তেলে ভেজে নিন এবং সেই তেল সপ্তাহে ২-৩ দিন চুলে ব্যবহার করুন। এই তেল চুলের শুষ্কতা দূর করতে খুশকি কমাতে এবং চুলের গোঁড়া মজবুদ করে। 

মেথি দিয়ে চুলের মাস্কঃ মেথি দিয়ে চুলের মাস্ক তৈরি করা খুবই সহজ। প্রথমে কিছু মেথি বীজ পানিতে ৮-১২ ঘন্টা ভিজিয়ে রাখুন। তারপর মেথিগুলোকে পেস্ট করে নিন এবং তাতে সামান্য নারিকেল তেল বা দই মিশিয়ে গোঁড়া থেকে পুড়ো চুলে লাগান। ৩০-৩৫ মিনিট রাখার পর ঠান্ডা পানি দিয়ে চুল ধুয়ে ফেলুন। এই মাস্ক চুলের গোঁড়ায় পুষ্টি যোগায় এবং চুলের বৃদ্ধির প্রক্রিয়া ত্বরান্বিত করে

মেথি চুলের খুশকি দূর করতে সাহায্য করেঃ চুলের খুশকি দূর করতে মেথির ভূমিকা অপরিসীম। খুশকির কারনে চুল পড়ার সমস্যা দেখা দিতে পারে। মেথি চুলের ত্বকের ময়েশ্চার বজায় রাখে এবং খুশকি দূর করতে সহায়তা করে। নিয়মিত মেথির পেস্ট চুলের গোঁড়ায় লাগালে খুশকির সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। 

চুলে কালোজিরার উপকারিতা 

চুলে কালোজিরার উপকারিতা কালোজিরা যা হরবেরা বা কালোজিরা নামেও পরিচিত তাঁর বহু গুনাগুনের জন্য প্রাচীন কাল থেকেই ব্যবহার হয়ে আসছে। এর পুষ্টিগুণ এবং ঔষধি বৈশিষ্টের কারনে কালোজিরার তেল চুলের স্বাস্থ্য এবং সৌন্দর্জের জন্য বিশেষভাবে উপকারী। এই পোস্টে আমরা চুলে কালোজিরার উপকারিতা বিস্তারিতভাবে আলোচনা করবো। 

  • চুলের বৃদ্ধিতে সহায়কঃ কালোজিরার তেলে থাকা বিভিন্ন প্রোটিন ভিটামিন এবং মিনারেল চুলের বৃদ্ধিতে সহায়ক। এটি চুলের গোঁড়ায় পৌছে প্রয়োজনীয় পুষ্টি সরবরাহ করে এবং চুলের বৃদ্ধি করে। নিয়মিত ব্যবহারে চুলের ঘনত্ব বাড়ে এবং নতুন চুল গজাতে সহায়তা হয়। সপ্তাহে ২-৩ বার কালোজিরার তেল চুলের গোঁড়ায় ম্যাসাজ করুন। ৩০ মিনিট পরে শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলবেন। 
আরো পড়ুনঃ 
  • চুল পড়া রোধেঃ কালোজিরার তেল চুল পড়া রোধে কার্জকারী। এতে থাকা থাইমোকুইনোন নামক উপাদান চুলের গোঁড়া শক্তিশালী করে এবং চুল পড়া কমায়। এটি চুলের গোঁড়ায় রক্ত বৃদ্ধি করে ফলে চুল পড়া কমে যায়। চুলের গোঁড়ায় কালোজিরার তেল ম্যাসাজ করুন এবং ১ ঘণ্টা রেখে শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। 
  • চুলের রঙ বজায় রাখেঃ কালোজিরা তেল চুলের প্রাকৃতিক রঙ বজায় রাখতে সাহায্য করে। এটি চুলের পুষ্টি প্রদান করে এবং চুলের রঙ ও উজ্জ্বলতা ধরে রাখে। কালোজিরা তেল চুলে লাগিয়ে ১ ঘণ্টা রেখে ধুয়ে ফেলুন। এটি চুলের রঙ ধরে রাখতে সাহায্য করে। 
  • চুলের গোঁড়ার সমস্যার সমাধানঃ কালোজিরা তেল চুলের গোঁড়ার বিভিন্ন ধরনের সমস্যা যেমন, অতিরিক্ত তেল, সুস্কতা,ও চুলকানির সমস্যার সমাধানের সহায়ক। এটি মাথার ত্বককে পরিচ্ছন্ন ও সুরক্ষিত রাখে। 

কালোজিরা তেল মাথায় ব্যবহার করার নিয়ম


চুলে প্রাকৃতিক কালোজিরার তেল মাথায় ব্যবহারের নিয়ম সর্ম্পকে অনেকেই জানেনা। এই তেল কিভাবে মাথায় ব্যবহার করতে হয় সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলো __ 

  • প্রথমে এই কালোজিরার তেল আপনি হাতের তালুতে নেবেন। এরপরে আর এক হাতের আঙ্গুল দিয়ে  মাথার চুল যেখান থেকে কম আছে সেই স্থানগুলোতে লাগিয়ে দিন। বিশেষ করে যেখানে চুল কম রয়েছে সেখানে লাগিয়ে দেওয়ার ১৫ মিনিট পর ম্যাসাজ করবেন। আধা ঘন্টা পর পানি দিয়ে পরিস্কার করুন। 
  • কালোজিরা পানিতে ভিজিয়ে রাখবেন এরপর সুন্দর করে ছেকে নিবেন তারপরে ভিনেগার মিশিয়ে চুলে ব্যবহার করতে পারেন। এভাবে কিছুক্ষন রাখার পর শ্যাম্পু দিয়ে চুল পরিষ্কার করবেন। সপ্তাহে ২-৩ দিন এবং দুই মাস ব্যবহার করলে ভালো ফলাফল পেতে পারেন।
  • এছাড়াও কালোজিরার সাথে আপনি মেথি ব্যবহার করতে পারেন এতে অনেক ভালো ফলাফল পাবেন। আপনার চুলের অনেক পুষ্টি হবে চুল ঘন এবং উজ্জ্বল দেখাবে।

শেষ কথাঃ চুলের যত্নে মেথি ও কালোজিরা ব্যবহার করার নিয়ম 


চুলের যত্নে মেথি ও কালোজিরা ব্যবহার করার নিয়ম আজকে এই পোস্টের মাধ্যমে আপনাদের কে চুলের যত্নে মেথি ও কালোজিরা ব্যবহার করার নিয়ম সর্ম্পকে বিস্তারিত আলোচনা করেছি। চুলের যত্নে মেথি ও কালোজিরা ব্যবহার করার নিয়ম সর্ম্পকে কিছু গুরুত্বপুর্ন সঠিক তথ্য জানানোর চেষ্টা করেছি। আশা করছি আজকের এই পোস্টি থেকে আপনারাও মেথি ও কালোজিরা ব্যবহার করার সঠিক নিয়ম জানতে পেরেছেন। 

প্রিয় পাঠক আজকে আমরা আপনাদের সাথে চুলের যত্নে মেথি ও কালোজিরা ব্যবহার করার নিয়ম সর্ম্পকে বিস্তারিত আলোচনা করেছি। আশা করছি আজকের এই পোস্টিটি সম্পুর্ন পড়েছেন। তাহেল নিশ্চয়ই এতক্ষনে জেনে গেছেন চুলের যত্নে মেথি ও কালোজিরা ব্যবহার  সর্ম্পকে। এই পদ্ধতি গুলো আপনিও অনুসরণ করবেন এমন আরো প্রয়োজনীয় পোস্ট পেতে আমাদের এই ওয়েবসাইটি নিয়মিত ভিজিট করার অনুরোদ রইলো ধন্যবাদ। 

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

টিপসোহর ব্লগের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url