কিভাবে ইউটিউব চ্যানেল খুলবো-ইউটিউব চ্যানেল খোলার নিয়ম
অনলাইনে ইনকামের বিভিন্ন উপায়ের মধ্যে অন্যতম জনপ্রিয় হচ্ছে ইউটিউব। তবে ইউটিউব
থেকে আয় করার পুর্বে আমাদের প্রয়োজন একটি ইউটিউব চ্যালেন। অনেকেই প্রফেশনাল
ইউটিউব খুলতে পারে না তাই অনেকেই জানতে চাই একটি প্রফেশনাল ইউটিউব চ্যালেন খোলান
সঠিক নিয়ম, তাই মূলত তাদের জন্যই আজকের এই পোস্ট। আজকে আমরা আপনাদের সাথে
প্রফেশনাল ইউটিউব চ্যানেল খোলার নিয়ম সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো।
প্রিয় পাঠক, আপনি হয়তোবা গুগলে অনেক খোজাখুঁজির পর আমার এই পোস্ট আপনার চোখে
পরেছে। তো আজকের পোস্টে আমরা আপনাদের সাথে শেয়ার করব প্রফেশনাল ইউটিউব চ্যানেল
খোলার নিয়ম এবং প্রফেশনাল ইউটিউব চ্যানেল খুলবো কিভাবে। আপনি যদি গুগলে সার্চ
করেন যে প্রফেশনাল ইউটিউব চ্যানেল খোলার নিয়ম তাহলে অনেক পোস্ট দেখতে পাবেন। তো
আজকে আমরা এই পোস্টে এ টু জেড সবকিছু দেখিয়ে দিব। আপনি যদি পোস্টটি মনোযোগ সহকারে
পড়েন তাহলে অবশ্যই আপনি প্রফেশনাল ইউতিউব চ্যানেল খোলার নিয়ম সম্পর্কে জানতে
পারবেন এবং প্রফেশনাল ইউটিউব চ্যানেল খুলতে পারবেন।
পেজ সূচিপত্রঃ কিভাবে ইউটিউব চ্যানেল খুলবো
- কিভাবে ইউটিউব চ্যানেল খুলবো
- ইউটিউব চ্যানেল কি
- প্রফেশনাল ইউটিউব চ্যানেল খোলার নিয়ম
- ইউটিউব থেকে টাকা তোলার উপায়
- মোবাইল দিয়ে ইউটিউব চ্যানেল খোলার নিয়ম
- ইউটিউবে কিভাবে মনিটাইজেশন চালু করতে হয়
- কিভাবে ইউটিউবে ভিডিও আপলোড করে
- ইউটিউবে কিভাবে সঠিক নিয়মে চ্যানেল খুলবো
- ইউটিউব চ্যানেল সেটিং করার সঠিক নিয়ম
- শেষ কথাঃ কিভাবে ইউটিউব চ্যানেল খুলবো
কিভাবে ইউটিউব চ্যানেল খুলবো
কিভাবে ইউটিউব চ্যানেল খুলবো ইউটিউব হচ্ছে ভিডিও শেয়ার ও দেখার প্লাটফর্ম
যাতে করে সকল প্রান্ত থেকে সব ভাষার ভিডিও আপলোড করে থাকে এই প্লাটফর্মে
ভিডিও দেখতে কোন টাকা লাগে না। এই প্লাটফর্মে ছোট বড় সকলেই ফ্রিতে ভিডিও দেখতে
পারবেন। এই প্লাটফর্মে যারা প্রতি নিয়ত ভিডিও আপলোড করেন। তাদের কে ইউটিউববার বলা
হয়ে থাকে বর্তমানে ইউটিউবে কনটেন্ট ক্রিয়েটার দের ভিডিও আপলোড করার মাধ্যমে আয়
করা কে পেশা হিসেবে নেওয়া হয়েছে। আপনারা প্রতিনিয়ত যে ভিডিও গুলো ইউটিউবে
দেখে থাকেন সে ভিডিওগুলো কোনো না কোনো ইউটিউব চ্যানেল থাকে আপলোড করা হয়ে থাকে
ইউটিউব চ্যানেল ছাড়া কোন ভিডিও আপলোড করা যায় না।
আজকের এই পোস্টে ইউটিউব চ্যানেল খোলার নিয়ম সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো।
বর্তমানে দেখা যাই অনেকেই ইউটিউব চ্যালেন খুলে বসে থাকে। আবার তারা ইউটিউব
চ্যানেল খোলার নিয়ন এবং ভেরিফাই করার নিয়ম না জেনেই ইউটিউব চ্যালেন খুলে থাকেন।
ঘরে বসে উপার্জন করার জন্য। ইউটিউবে হাজার হাজার চ্যানেল থাকলেও কিন্তু সবাই আয়
করতে পারে না। কারণ আপনাকে এই খানে টিকে থাকতে হলে আপনার ধৈর্জ শক্তি থাকা দরকার।
আপনি কি বিষয় নিয়ে ভিডিও বানাতে চাচ্ছেন তাঁর একটি ধারনা থাকতে হবে।
ইউটিউব চ্যানেল কি
ইউটিউব চ্যানেক কি আসলে অনেকেই জানে না। আমরা আজকের এই পোস্টে ইউটিউব চ্যানেল কি
কিভাবে খুলবো এ সব বিষয়ে বিস্তারিত আলোচনা করবো এই পোস্টে। তাই এই পোস্টটি শেষ
পর্জন্ত পড়ুন আপনারা অনেকেই ভাবছেন ঘরে বসেই একটি ইউটিউব চ্যানেল খুলবেন। আবার
অনেকেই ইউটিউব চ্যানেল খুলেছেন কিন্তু সে রকম কোনো ভিউ পাচ্ছেন না। তাই আজকের এই
পোস্টে আমরা ইউটিউব চ্যানেল খোলার সঠিক নিয়ম সম্পর্কে জানাবো। এই পোস্টে আমরা
আপনাদের সাথে ইউটিউব চ্যানেল খোলার নিয়ম সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো।তো চলুন
ইউটিউব চ্যানেল কি সে বিষয়ে জেনে নেওয়া যাক।
ইউটিউব চ্যানেল হচ্ছে একটি ভিডিও দেখার এবং ভিডিও আপলোড করার প্লাটফর্ম জে খানে
প্রতি নিয়ত মানুষ ভিডিও আপলোড বা প্রকাশ করে থাকে। আবার ইউটিউব হচ্ছে এমন একটি জে
খানে মানুষ প্রতি নিয়ম ভিডিও দেখে থাকে। এখন ইউটিউব অনেক জনপ্রিয় একটি প্লাটফর্ম
জে খানে মানুষ প্রতি নিয়ত ভিডিও সেয়ার প্রকাশ এবং আপলোড করে থাকে।
প্রফেশনাল ইউটিউব চ্যানেল খোলার নিয়ম
ইউটিউব থেকে আয় করতে চায়লে প্রফেশনাল ইউটিউব চ্যানেল খোলা খুব জুরুলী। প্রফেশনাল
ইউটিউব চ্যালেন খোলা কোন জটিল বিষয় বা কাজ নায়, আবার এক ক্লিক করে খুলবে তেমন টিও
নয়। কয়েকটি ধাপ অনুসরণ করলে আপনিও প্রফেশনাল ইউটিউব চ্যালেন খুলতে পারবেন। খুব
সহজ উপায়ে বুঝানোর জন্য কয়েকটি ধাপে ইউটিউব চ্যানেল খোলার পদ্ধতি উপস্থাপন করা
হলো---
- সবার প্রথমে যে কোন ব্রাউজার (তবে গুগল ক্রোম হলে খুব ভালো হয়) গুগল ক্রোম থেকে ইউটিউবের অফিসিয়াল ওয়েবসাইট অর্থাৎ "https://youtube.com" এ ওয়েবসাইটে প্রবেশ করুন।
- আপনার আগে থেকে কোন জিমেল লগইন করা না থাকলে আপনার জিমেল এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করুন।
- লগইন করা হলে একদম উপরে ডান দিকের কর্নারে প্রোফাইল আইকনে ক্লিক করুন।
- উপরে ডান কর্নারে জিমেইল একাউন্টের নাম, তাঁর নিচে ইমেইল আইডি এবং তাঁর নিচে "Create a channel" লেখা রয়েছে সে খানে ক্লিক করুন।
- উপরে প্রোফাইল আইকন তাঁর নিচে "Select picture" লেখার উপরে ক্লিক করুন এবং আপনার ইচ্ছা মতো প্রোফাইল পিক সেট করুন।
- উপরে যে ইন্টারফেস আসবে সেখানে আপনার চ্যানেলের জন্য একটি সুন্দর নাম লিখে দিবে
- সব শেষে ইউজার আইডি লিখে নিচের ডান দিকে "Create channel"এ ক্লিক করতে হবে তাহলে আপনার ইউটিউব চ্যানেল তৈরি হয়ে যাবে।
- শুধুমাত্র চ্যানেল তৈরি করা হলো কিন্তু চ্যানেলটিকে এখন সুন্দর ভাবে গুছাতে হবে। এজন্য এখন "View your channel" এ ক্লিক করুন।
আরো পড়ুনঃ ই পর্চা খতিয়ান অনুসন্ধান
- এরপর "Customize channel" নামে একটা অপশন আছে সে খানে ক্লিক করতে হবে।
- এরপর যে ইন্টারফেস আসবে সেখানে "Banner image" এবং "picture" চেঞ্জ করবেন। এগুলোর প্রত্যেকটির পিক্সেল ডেনসিটি দেওয়া আছে সে অনুযায়ী ছবি সিলেক্ট করবেন।
- এরপর নিচের দিকে গেলে "social" লিংক, কন্টাক্ট ইনফরমেশন, ভিডিও ওয়াটার মার্ক অপশন রয়েছে যেগুলো প্রয়োজনীয় তথ্য দিয়ে পূরণ করবেন। তাহলে আপনার ইউটিউব চ্যানেল মোটামোটি পস্তুত হয়ে যাবে।
- এরপর নিচের দিকে গেলে "social" লিংক, কন্টাক্ট ইনফরমেশন, ভিডিও ওয়াটার মার্ক অপশন রয়েছে যেগুলো প্রয়োজনীয় তথ্য দিয়ে পূরণ করবেন। তাহলে আপনার ইউটিউব চ্যানেল মোটামোটি পস্তুত হয়ে যাবে.
- তারপরে টপ বারে থাকা প্রোফাইল আইকনের বাম পাশে "Create" বাটনে ক্লিক করলে "Upload a video Create a short, GO live, Create a post" অপশন গুলো আসবে। আপনার প্রয়োজনমতো অপশন ব্যবহার করতে পারবেন।
ইউটিউব থেকে টাকা তোলার উপায়
ইউটিউব চ্যানেল খোলার পরে নিয়মিত ভিডিও আপলোড করলে। আপনার ইউটিউব
চ্যানেলে আপনি যদি নিয়মিত ভিডিও আপলোড করে থাকেন তাহলে ভিদিওটি আপনার
সাবস্ত্রাইবার এবং ভিডিওর ভউ বাড়তে থাকবে। এ সময়ে মনিটাইজেশনের জন্য যে
শর্তগুলো রয়েছে সেগুলো পূর্ন করলে ইউটিউব কর্তৃপক্ষ আপনার মনিটাইজেশন চালু করে
দিবেন। আপনার ইউটিউব চ্যানেলে মনিটাইজেশন চালু হলে আপনার ইনকাম শুরু হবে অর্থাৎ
আপনি টাকা তুলতে পারবেন।
ইউটিউব থেকে টাকা উঠানো কে মূলত গুগল এডসেন্স এ জে ডলার জমা হবে সেটাকেই বুঝায়।
ইউটিউব ভিডিও আপলোড এর মাধ্যমে যত টাকা ইনকাম হতে থাকবে তাঁর সবটুকুই গুগল
এডসেন্স একাউন্টে জমা হতে থাকবে। মনিটাইজেশন চালু হওয়ার পর আপনার গুগল এডসেন্স
একাউন্টে ১০ ডলার জমা হলে একাউন্ট খোলার সময় জে ঠিকানা দিয়ে ছিলেন। সেই
ঠিকানাই পিন সম্বলিত একটি চিঠি আসবে ভেরিফিকেশন করার জন্য।
চিঠির মধ্যে একটি PIN থাকবে যেটি দিয়ে আপনার গুগল এডসেন্স একাউন্ট ভেরিফিকেশন
করতে হবে। পরবর্তীতে আপনার গুগল এডসেন্স একাউন্টে ১০০ দলার বা তাঁর বেশি জমা
হলে এডসেন্স একাউন্ট থেকে ডলার আপনার বাছাই করা বাংলা দেশ ব্যাংকে টাকা হিসেবে
ট্রান্সফার হয়ে জমা হবে। জে মাসে ১০০ ডলার জমা হবে তাঁর পরিবর্তী মাসের ২০ থেকে
২৫ তারিখের মধ্যে আপনার ব্যাংক একাউন্টে জমা হবে। টাকা জমা হওয়ার ২-৩ দিন পরে
আপনি ব্যাংক থেকে টাকা তুলে নিয়ে আনতে আপবেন।
মোবাইল দিয়ে ইউটিউব চ্যানেল খোলার নিয়ম
মোবাইল দিয়ে ইউটিউব চ্যানেল খোলার নিয়ম মোবাইল দিয়ে কিভাবে প্রফেশনাল ইউটিউব
চ্যানেল খোলা যায়। আপনারা অনেক মনে করেন ইউটিউব চ্যানেল খোলা অনেক কঠিন আসলে
বর্তমানে মোবাইল দিয়ে চ্যানেল খোলা অনেক সহজ। কিভাবে ইউটিউব চ্যানেল খুলতে হয়
মোবাইল দিয়ে কিভাবে ইউটিউব চ্যানেল খুলতে হয়। সে বিষয়ে আজকের এই পোস্টে বা
আর্টিকেলের মাধ্যমে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করবো। জে কিভাবে প্রফেশনাল
ইউটিউব চ্যানেল খুলতে হয় মোবাইল দিয়ে। তো চলুন ইউটিউব চ্যানেল খোলার নিয়ম জেনে
নেওয়া যাক। মোবাইল দিয়ে প্রফেশনাল ইউটিউব চ্যানেল খোলার নিয়ম এবং
মোবাইল দিয়ে কিভাবে ভিডিও আপলোড করা যায় সে সকল বিষয় সম্পর্কে আজকের এই পোস্টে
আমরা জানবো । কিভাবে ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করে আর্নিং করা যার। চ্যানেলে
ভিডিও পোস্ট করে মাসে লক্ষ্যদিক টাকা ইনকাম করা যায়।
আরো পড়ুনঃ
আরবি মাসের ক্যালেন্ডার ২০২৫
মোবাইল ফোনে সঠিক নিয়মে ইউটিউব চ্যানেল খুলতে চাইলে আপনাকে প্রথমে আপনার ফোনে
ইউটিউব ইন্সটল করা থাকতে হবে যদি আপনার ফোনে ইউটিউব ইন্সটল করা না থাকে তাহলে আগে
আপনার ফোনে ইউটিউব ইন্সটল করে নিবেন আর যদি আগে থেকেই ইউটিউব ইন্সটল করা থাকে
তাহলে একটা জিমেল দিয়ে খুব সহজে ইউটিউব চ্যানেলখুলতে পারবেন। আপনার ফোনে ইউটিউব
ইন্সটল করা থাকলে একটি জিমেইলের মাধ্যমে খুব সহজে সঠিক নিয়মে ইউটিউব চ্যানেল
খুলতে পারবেন। প্রফেশনাল ইউটিউব চ্যানেল খোলার জন্য প্রথমেই আপনাকে আপনার ফোনের
ইউটিউব ওপেন করতে হবে। তাঁর পরে নিচের দিকে পাঁচ টি অপশন আসবে ডান সাইটের দিকে
আপনার জিমেইলের প্রোফাইল পিক দেখতে পারবেন সে খানে একটি ক্লিক করুন। আপনার
জিমেইলের প্রোফাইল আইকনে ক্লিক করার পরে অনেকগুলো অপশন অথবা অনেক কিছু আসবে
সেখানে প্রথমে একটি অপশন থাকবে সে খানে আপনার জিমেইলের নাম তাঁর নিচে আপনার ইমেইল
থাকবে তাঁর নিচে ছোট করে লেখা থাকবে ক্রিয়েট চ্যানেল তাঁর নিচে দেখবেন আরো
অনেকগুলো মেনু বার থাকবে।
আপনার ফোনে ইউটিউব ওপেন করার পরে নিচের দিকে পাঁচ টি অপশন থাকবে ডান দিকের
কর্নারে আপনার পোফাইল পিক থাকবে সে খানে ক্লিক করুন। তারপরে আপনাকে যা করতে হবে
আপনার নাম, জন্ম তারিখ, জিমেইল, আপনি ছেলে নাকি মেয়ে সব সঠিক তথ্য দিতে হবে
সবগুলো সঠিক ভাবে সম্পুর্ন করবেন সব শেষ ক্রিয়েট চ্যানেলের অপরে ক্লিক করুন।
তাহলে আপনার ফোনে একটি পোফেশনাল ইউটিউব চ্যানেল খুলে যাবে।
ইউটিউবে কিভাবে মনিটাইজেশন চালু করতে হয়
যদি আপনার ইউটিউব মনিটাইজেশনের সকল কন্ডিশন গুলো ফুল ফিল হয়ে থাকে তাহলে কিভাবে
নতুন নিয়মে ইউটিউব মনিটাইজেশন চালু করবেন সেই বিষয়ে এই পোস্টে বিস্তারিত আলোচনা
করবো। তো চলুন শুরু করা যাক।শুরুতেই আপনি গুগল প্লেয়েস্টর থেকে "YouTube
Studio"ইন্সটর করে নিবেন ইন্সটর করা হলে ওপেন করবেন এরপর আপনার চ্যানেলের পারমিশন
দিলে অনেকগুলো অপশন আসবে। এরপরে নিচের দিকে দান কর্নারে দেখবেন আড়ং লিখা রয়েছে সে
খানে ক্লিক করবেন। এরপরে দেখবেন অপরে "APPLY NOW"এখানে একটা ক্লিক করবেন ক্লিক
করার পরে দেখবেন তিন টা অপশন রয়েছে। প্রথমে জে অপশন রয়েছে "START" এখানে ক্লিক
করবেন।
"START"এ ক্লিক করার পরে এখনে অনেক গুলো কন্ডিশন দেখাচ্ছে। এগুলো আপনারা চাইলে
পরে নিতে পারে তাঁর পরে একদম নিচের দিকে চলে আসবেন। এসে এখনে একটি ক্লিক করবেন
এরপরে "ACCEPT"এই অপশনে ক্লিক করবেন। এরপর আবার তিন টি অপশন দেখাবে দুই নাম্বার
অপশনে "START" এই বাটনে ক্লিক করবেন,এরপরে আবার তিন টি অপশন আসবে আপনার ইচ্ছা মতো
একটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে "NEXT"এই বাটনে ক্লিক করবেন এরপরে দেখবেন
"Continue as Subrato"এই খানে একটি ক্লিক করবেন।
"Continue as Subartu" এই খানে ক্লিক করার পরে আপনার সামনে একটি ইন্টার ফেস আসবে
সেখানে প্রথমে আপনার জিমেইল সো করবে। এরপরে আরো অনেক অপশন আসবে সেগুলো আপনাকে
সঠিক ভাবে পুরন করতে হবে সব কিছু ঠিক ঠাক ভাবে পূরণ করার পরে। অবশই আপনাকে আপনার
সঠিক তথ্য দিয়ে পূরণ করতে হবে। তাঁর পরে আপনার মনিটাইজেশন গুগল চেক করে দেখবে যদি
সব কিছু ঠিক থাকে তাহলে গুগল আপনার মনিটাইজেশন চালু করে দিবে। এটার জন্য আপনার ২৪
ঘণ্টা লাগতে পারে আবার অনেকেই ২১-২৩ দিন ও লাগতে পারে।
কিভাবে ইউটিউবে ভিডিও আপলোড করে
আপনারা অনেকেই আছেন যারা ইউটিউবে ভিডিও আপলোড করেন কিন্তু সেরকম কোন ভিউ হয় না।
অনেক কষ্ট করে একটা ভিডিও বানিয়ে ইউটিউবে আপলোড করার পরে ভিউ না হলে আর ভিডিও
বানাতে ভালো লাগে না। কিন্তু আপনারা কি জানেন সে ইউটিউবে ভিডিও আপলোড করার সময়
আপনি যদি সঠিক নিয়ম পালন না করেন তাহলে আপনার ভিডিও তে ভালো ভিউ হবে না। এখন
আপনার মনে প্রশ্ন আসতে পারে জে সঠিক নিয়মে কিভাবে ইউটিউবে ভিডিও আপলোড করে। তাই
আজকের এই পোস্টে আমরা আপনাদের সাথে কিভাবে সঠিক নিয়মে ইউটিউবে ভিডিও আপলোড করতে
হয় সে বিষয়ে বিস্তারিত আলোচনা করবো। তো চলুন জেনে নেওয়া যাক।
আরো পড়ুনঃ ফেসবুক পেজ খোলার নিয়ম
আপনি প্রথমে আপনার "YouTube Studio" আসবেন কারণ আপনার এই খানে আপনার ভিডিও আপলোড
করার ফ্রিচার এড করা হয়েছে। এখানে আসার পরে উপরে দেখবেন প্লাস আইকন আছে সেখানে
ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনার ফোনের গ্যালারী ওপেন হবে। এরপরে আপনার
গ্যালারী থেকে আপনি জে ভিডিও আপলোড করবেন সেই ভিডিও টি ওপেন করবেন। এর পরে
প্রথমেই আপনি জে ধরনের ভিডিও আপলোড করবেন সেই ধরনের টাইটেল লিখবেন। টাইটেল টি
কিন্তু ভালো করে লিখতে হবে কারণ আপনার ভিডিও টি কিন্তু টাইটেলের অপরে নির্ভর
করে।
আপনারা ভিডিও আপলোড করার শুরুতেই ভিডিও টির একটা সুন্দর করে টাইটেল লিখতে
হবে। এরপরে আরও অনেক অপশন দেখতে পারবেন সেগুলোর কাজ সম্পর্কে নিচে বিস্তারিত
আলোচনা করা হয়েছে। তাই আজকের এই পোস্টটি মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্জন্ত
পরবেন। তাহলে আপনি ইউটিউব চ্যানেল খোলা থেকে ইউটিউবে কিভাবে মনিটাইজেশন চালু
করতে হয় কিভাবে ইউটিউবে ভিডিও আপলোড করতে হয়। এ সব বিষয়ে আজকে এই পোস্টে
বিস্তারিত আলোচনা করা হবে
ইউটিউবে কিভাবে সঠিক নিয়মে চ্যানেল খুলবো
সঠিক নিয়মে একটি ইউটিউব চ্যানেল খোলার জন্য আপনাকে প্রথমেই একটি ভালো করে জিমেল খুলতে হবে। জিমেইল ছাড়া কোনো ইউটিউব চ্যানেল খোলা যাবে না। ইউটিউব চ্যানেল খোলার জন্য প্রথমেই আপনার একটি জিমেইল প্রয়োজন হবে।
ইউটিউবে কিভাবে সঠিক নিয়মে চ্যানেল খুলবো। আপনারা অনেকেই ইউটিউব চ্যানেল খুলেছেন ভিডিও আপলোড করেছেন কিন্তু সে রকম কোনো ভিউ পাচ্ছেন না ভিডিও তে। তাই অনেকেই আর ভিডিও বানাচ্ছে না। এত কষ্ট করে ভিডিও বানিয়ে আবার ইডিট করে ইউটিউব চ্যানেলে আপলোড করার পরে ভিডিওতে ভিউ না হলে অনেক খারাপ লাগে। আপনারা অনেকেই ইউটিউব চ্যানেল খুলেছেন কিন্তু ভিডিওতে ভিউ হচ্ছে না। তাই আজকে আমি আপনাদের কে সঠিক নিয়মে ইউটিউব চ্যানেল কিভাবে খুলতে হয়।
ইউটিউব চ্যানেল সেটিং করার সঠিক নিয়ম
ইউটিউব চ্যানেল খোলার পরে অনেকেই সঠিক নিয়মে ইউটিউব চ্যানেল সেটিং করতে পারে না। তাই আপনাদের ভিডিওতে সেরকম কোনো ভিউ হয় না।
শেষ কথাঃ কিভাবে ইউটিউব চ্যানেল খুলবো
কিভাবে ইউটিউব চ্যানেল খুলবো আজকের এই পোস্টে বা আর্টিকেলের মাধ্যমে আমরা জেনেছি
কিভাবে পোফেশনাল ইউটিউব চ্যানেল খোলা যায়। আজকের এই পোস্টে আরমা পোফেশনাল ইউটিউব
চ্যানেল খোলার নিয়ম সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। এই পোস্টটি মনোযোগ সহকারে
শেষ পর্জন্ত পড়লে আপনি নিজেই পোফেশনাল ইউটিউব চ্যানেল খুলতে পারবেন। আশা করছি
আপনি আজকের এই পোস্টটি শেষ পর্জন্ত পড়েছেন।
প্রিয় পাঠক আজকে আমরা কিভাবে ইউটিউব চ্যানেল খুলবো বা পোফেশনাল ইউটিউব চ্যানেল
খোলার নিয়ম সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। আজকের এই পোস্টে আমরা আপনাদের সাথে
পোফেশনাল ইউটিউব চ্যানেল কিভাবে খুলতে হয় সেই সম্পর্কে আলোচনা করেছি। এই পোস্ট শেষ
পর্জন্ত পড়লে আপনিও নিজেই পোফেশনাল ইউটিউব চ্যানেল খুলতে পারবেন। আরো এমন
প্রয়োজনীয় পোস্ট পেতে আমাদের এই ওয়েবসাইটটি নিয়মিত ভিজিট করার অনুরোধ রইলো
ধন্যবাদ।
টিপসোহর ব্লগের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url