বাংলা আর্টিকেল লেখার নিয়ম সর্ম্পকে পোস্টটি পড়ুন। বাংলা আর্টিকেল রাইটিং
সর্ম্পকে এই আর্টিকেল বা পোস্ট থেকে আপনি শিখতে পারবেন। আর্টিকেল লেখার নিয়ম
এবং কি ভাবে বাংলা আর্টিকেল লিখতে হয় , পুড়ো পোস্ট সম্পর্ণ পড়া শেষ হলে আপনি
নিজেও আর্টিকেল লিখে য়াই করতে পারবেন। আর্টিকেল লিখে কি ভাবে মাসে লাখ টাকা য়াই
করা যাই। জানতে আমাদের এই পোস্টটি সম্পর্ন দেখুন
বাংলা আর্টিকেল লেখার সহজ নিয়মগুলো জানতে পারলে আপনাদের লেখা আরও আকর্ষনীয়
হবে। সহজ ভাষায় লিখে পাঠকের মনোযোগ ধরে রাখা এবং প্রয়োজনীয় তথ্য সঠিক ভাবে
উপস্থাপণ করাই এর মূল লক্ষ্য। এই নিবন্ধে বিস্তারিত ভাবে বাংলা আর্টিকেল লেখার
নিয়ম সমূহ তুলে ধরা হলো__
তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে, বাংলা আর্টিকেল লেখার নিয়ম, এবং আর্টিকেল কি
এই সব সর্ম্পকে বিস্তারিত জেনে নেয়া যাক।
পেজ সূচিপত্রঃ ফোকাস কিওয়ার্ড
- বাংলা আর্টিকেল লেখার নিয়ম
- আর্টিকেল কি
- ফোকাস কিওয়ার্ড কি
- আর্টিকেলের ভূমিকা
- আর্টকেলের মূল উদ্দেশ্যে
আর্টিকেল কি?
বাংলা আর্টিকেল হলো__ কোন বাংলা ব্লগিং ওয়েবসাইটে যদি বাংলা ভাষায় পোস্ট
লেখা হয়। তাহলে তাকে বাংলা আর্টিকেল বলে।
আর্টিকেল রাইটিং হচ্ছে সংবাদপত্র, ম্যাগাজিন ব্লগের অথবা ওয়েবসাইটে
নির্দিষ্ট কোন বিষয় সর্ম্পকে গুছিয়ে তথ্য এবং মতামত প্রকাশ করার যাবতীয়
কার্জক্রমই আর্টিকেল রাইটিং।
ফোকাস কিওয়ার্ড নির্বাচন
প্রথমে আপনাকে এমন একটি কিওয়ার্ড নির্বাচন করতে হবে যা আপনার আর্টিকেলের মূল
বিষয়কে তুলে ধরে। এই কিওয়ার্ডটি আপনার আর্টিকেলকে সার্চ ইঞ্জিনে খুঁজে পাওয়ার
সম্ভাবনা বাড়িয়ে দেয়। সঠিক কিওয়ার্ড নির্বাচন করলে আপনার আর্টিকেলটি গুগল বা
অন্যান্য সার্চ ইঞ্জিনে শীর্ষে উঠার সুযোগ পায়। কিওয়ার্ড গবেষনা করার জন্য
বিভিন্ন টুল ব্যবহার করতে পারেন যেমন গুগল কিওয়ার্ড প্ল্যানার। কিওয়ার্ড
নির্বাচন করার সময় মনে রাখতে হবে যে এটি অবশ্যই আপনার আর্টিকেলের বিষয়বস্তর
সাথে সম্পর্কিত হতে হবে এবং সার্চ ইঞ্জিনে জনপ্রিয় হতে হবে।
এখন অনেকেই মনে করতে পারে এই ফোকাস কিওয়ার্ড জিনিস টা আবার কি? তো চলুন এবার
ফোকাস কিওয়ার্ড কি তা নিয়ে বিস্তারিত আলোচনা করি।
ফোকাস কিওয়ার্ড কি
ফোকাস কিওয়ার্ড ছাড়া কোন আর্টিকেল গুগল সার্চের প্রথম পেইজে সাধারতণ আছে
না। এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে ফোকাস কিওয়ার্ড কি
জিনিস?
মনে করুন , আর্টিকেল লিখতে হয় কি ভাবে আপনি জানেন না, তাহলে কি ভাবে
শিখবেন? অবশ্যই গুগলে সার্চ দিয়ে শিখবেন , , ,তাই না? তো , , , ,গুগলে কি
লিখে সার্চ করবেন-অবশ্যই "আর্টিকেল কি ভাবে লেখে"বা "আর্টিকেল লেখার নিয়ম
কি" এভাবে লিখে সার্চ করবেন , ,তাই না ? হ্যা...... এটাই হলো ফোকাস
কিওয়ার্ড।
এখন তাহলে বলা যাই আপনি যে বিষয়ে পোস্ট লিখছেন সেই সর্ম্পকে জানার জন্য
যা লিখে মানুষ গুগলে সার্চ করে সেটি হলো ফোকাস কিওয়ার্ড। একটি বিষয়ের
ওপরে তথ্য গহনের জন্য মানুষ ফোকাস কিওয়ার্ড ব্যবহার
করে
কিওয়ার্ডঃ কিওয়ার্ড হচ্ছে একটি শ্রেষ্ঠ আর্টিকেল এর সৌন্দর্জ। একটি
ফোকাস কিওয়ার্ড ব্যতীত আর্টিকেল গুগল সার্চ ইঞ্জিনে প্রশ্ন করে বা সার্চ
করে , , যেমনঃ
-
আর্টিকেল কি
-
আর্টিকেল লেখতে হয় কিভাবে
-
বাংলা আর্টিকেল কিভাবে লেখে
-
আর্টিকেল লিখে কিভাবে ইনকাম করা হয়
-
আর্টিকেল লিখে আয় করার উপায়
আর্টিকেলের ভূমিকা
আর্টিকেল লেখার গুরুতপুর্ন একটি ভূমিকা হলো-আর্টিকেল এবং পোস্ট লেখার
সময় শুরুতেই ৫/৬ লাইনের একটা ভূমিকা রাখবেন। প্রতিটি আর্টিকেলের শুরুতেই
একটি ভূমিকা থাকা উচিত , ,যা পাঠকের মূল বিষয়বস্ত সর্ম্পকে ধারনা দেয়।
এটি পাঠকের আগ্রহ ধরে রাখে। ভূমিকা অংশে আপনি কি বিষয়ে আলোচনা করবেন এবং
কেন এটি গুরুত্বপূর্ণ তা উল্লেখ করতে পারেন। ভূমিকা অংশটি ছোট হলেও এটি
হতে হবে তথ্যবহুল এবং আকর্ষণীয় জাতে পাঠক আর্টিকেলটি পড়তে আগ্রহী
হয়।
সেক্ষেতে যদি ভূমিকা ক্লিয়ার ইনফরম্যাসন না থাকে যে পুরো আর্টিকেল কি কি
বিষয়ে আলোচনা করা হবে তাই একটি আর্টিকেল লেখার জন্য ভূমিকা অত্যন্ত
গুরুত্বপূর্ন। ভূমিকা লেখার নিয়ম কিছু নিচে দেওয়া হলো-
১) কি কি বিষয়ে আর্টিকেল মধ্যে আলোচনা করতে যাচ্ছি এ সর্ম্পকে ।
২) ভূমিকা লেখার শুরুতেই কোনো গ্যাপ রাখা যাবে না।
আর্টিকেলের লেখার জন্য ইমেজ কেন গুরুতবপূর্ণ
ইমেজ আর্টিকেলটিকে আকর্ষণীয় করে তোলে বিষয়বস্ত বোঝাতে সহায়ক হয়। ভালো
মানের ও ইমেজ পাঠকের মনোযোগ আকর্ষণ করতে সাহ্যায করে।
আর্টিকেল সূচিপত্র লেখার নিয়ম
আপনি যে আর্টিকেল লিখছেন সেই আর্টিকেল মধ্যে অবশ্যই সূচিপত্র তৈরি
করতে হবে। সূচিপত্র তৈরি না করলে পাঠক আপনার আর্টিকেলের মধ্যে তাঁর
যে বিষয় জানা প্রয়োজন সেটি সহজে খুঁজে পাবে না আপনাকে এমন ভাবে
সূচিপত্র লিখতে হবে জাতে পাঠক তাঁর প্রয়োজনীয় বিষয় সহজে খুঁজে পাই।
এজন্য আপনাকে সূচিপত্রের মধ্যে আপনার সাজানো কিওয়ার্ড গুলোর মধ্যে
লিঙ্কিং করতে হবে।
আরো পড়ুন সেকশন লেখা প্রয়োজন কেনো
আপনার পস্টের ভিউ বাড়ানোর জন্য আরো পড়ুন সেকশন যুক্ত করতে পারেন।
আপনি যে বিষয়ে পোস্ট লিখেছেন শে সর্ম্পকে,যদি আরো পোস্ট থাকে আপনার
অয়েবসাইটে। তাহলে সেটি লিংক সহকারে ...আরো পড়ুন সেকশন থাকার জন্য
আর্টিকেল ভিউ হবে।
আরো পড়ুনঃ টিপ্সসোহর ব্লগের প্রতিষ্ঠাতার সর্ম্পকে
আপনাদের দেখানোর জন্য উপরে একটি "আরো পড়ুন" সেকশন তৈরি করে দেখানো
হলো
আর্টিকেলের মূল উদ্দেশ্যে
বাংলা আর্টিকেল লেখার নিয়ম বর্তমান সময়ে বাংলা আর্টিকেল টিপস বিষয়ে
জানতে অনেকেই আগ্রহ প্রকাশ করেন। কারন বাংলা আর্টিকেল অনলাইন ভিত্তিক
যেকোনো কাজের জন্য খুবই গুরুত্বপূর্ন। কারন যে কোন একটি বিষয় বা
আইডিয়া নেওয়ার জন্য আর্টিকেল খুবই জুরুরী।
আর্টিকেল বিভিন্ন ধরনের হয়ে থাকে। এর মধ্যে লিখিত, ভিডিও ও অডিও
দিয়ে অথবা সাথে ছবি বা গ্রাফিক্স সেট করেও আর্টিকেল তৈরি করা যায়।
মূলত যে বিষয়ে আর্টিকেল তৈরি হবে সেটা যেন পরিপূর্ণ ভাবে সকলে বুঝতে
পারে টা নিশ্চিত করাই আর্টিকেল রাইটিং এর মূল উদ্দেশ্যে ।
আর্টিকেল লিখে কত টাকা আয় করা যাই?
বাংলায় এই পর্জন্ত অসংখ্য ব্লগসাইট রয়েছে যেগুলো অন্য ভাষার ব্লগ এর
তুলনায় কম। একজন ভালো আর্টিকেল রাইটার হতে পারলে আপনি অনেক টাকা পর্জন্ত
আয় করতে পারবেন। সেটা হোক নিজের ব্লক পোস্ট করে অথবা গেস্ট ব্লগিং করে।
আর বর্তমানে বাংলা আর্টিকেল লিখে আয় করার সাইত-রয়েছে যেগুলো থেকে আপনি
আর্টিকেল লিখে আয় করতে পারেন ।
এতে দেখা যাই প্রতিটা (1000) ওয়ার্ড বাংলা আর্টিকেল লেখার বদলে(400)
টাকা পর্জন ইনকাম করতে পারবেন। প্রতিদিন চাইলে ৪/৫ টা আর্টিকেল লেখা
সম্ভব। এছাড়াও ফ্রিল্যান্সি করেও আর্টিকেল লিখে আয় করতে
পারবেন।
আপনি যদি লেখালেখি পছন্দ করেন তবে ঘড়ে বসে অনলাইনে আর্টিকেল লিখে আয়
করতে পারেন। ভাবছেন কি ভাবে? আপনি যদি নতুন করে আর্টিকেল রাইটিং এর কাজ
শুরু করেন। তাহলে শুরু থেকে প্রত্যেক আর্টিকেলের জন্য ৩০০ থেকে ৫০০ টাকা
আয় করতে পারেন। এমন অনেকে আছেন যারা অনলাইনে আর্টিকেল লেখে লক্ষ লক্ষ
টাকা ইনকাম করছে
আর্টিকেল সর্ম্পকে লেখকের শেষ মতামত
আমরা ইতিমধ্যে বাংলা আর্টিকেল লেখার নিয়ম সর্ম্পকে আজকের এই পোস্টের
মাধ্যমে আপনাদের জানানোর চেস্টা করেছি। আপনি যদি এই পোস্টটি শুরু থেকে
শেষ অবদি পরেন তাহলে আশা করছি বাংলা আর্টিকেল নিয়ে যাবতীয় বিষয় সমূহ জেনে
আপনাদের উপকারে আসবে। বাংলা আর্টিকেল সর্ম্পকে কোন মতামত কিংবা কোন
প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাবেন।
আজকে আমরা আপনাদের মাঝে বাংলা আর্টকেল সর্ম্পকে বিস্তারিত তথ্য আলোচনা
করলাম। এমন আরও প্রয়োজনীয় ব্লগ পোস্ট পড়তে আমাদের এই সাইটটি নিয়মিত ভিজিট
করার অনুরোদ রইলো ধন্যবাদ।
টিপসোহর ব্লগের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url